ওয়ার্ল্ড ইনসাইড

ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণসহ সীমান্ত ইস্যুতে চীনকে কৌশলী বার্তা দিলো ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/12/2020


Thumbnail

তিব্বতে জলবিদ্যু প্রকল্প বাস্তবায়নে ব্রহ্মপুত্রে চীনের বাঁধ নির্মাণের উদ্যোগ থেকে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক করিডোর, প্রতিটি ইস্যুতে চীনকে কৌশলী ও সতর্ক বার্তা দিয়েছে নয়াদিল্লি। 

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাপ্তাহিক ব্রিফিং-এ বলেন “এ ব্যাপারে রিপোর্ট আমরা দেখেছি। সরকার সতর্কতার সঙ্গে ব্রহ্মপুত্র নদীতে সমস্ত কার্যকলাপ নজরে রাখছে। নিম্ন অববাহিকার দেশ হিসেবে আমরা দু’দেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর জল ব্যবহারের প্রশ্নে আমাদের আইনসঙ্গত অধিকারের কথা বারবার চিনকে জানিয়েছি। এটাও বলা হয়েছে, তাদের কোনও কার্যকলাপে যেন নিম্ন অববাহিকায় অবস্থিত দেশের জলের স্রোতে টান না পড়ে।’’ 

যদিও চীনের পক্ষ থেকে বলা হচ্ছে ছোট একটি জলবিদ্যুৎ প্রকল্প করতে পানি আটকে রাখার কোনো দরকার পড়বে না। ফলে এতে পানিপ্রবাহ তেমন বাধাগ্রস্ত হবে না।

সম্প্রতি গ্লোবাল টাইমসে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ পায়। তবে বিষয়টি নিয়ে ভারতের অনুরাগ শ্রীবাস্তব আরও খোলাসা করে বলেন, ‘‘২০০৬ সালে দু’দেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ পর্যায়ের মেকানিজম তৈরি হয়েছিল। সেই মেকানিজম এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই ভারত চীনের সঙ্গে যোগাযোগ রাখছে।’’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭