ওয়ার্ল্ড ইনসাইড

সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/12/2020


Thumbnail

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোমালিয়া থেকে প্রায় সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

আফ্রিকার দেশটিতে এখন যুক্তরাষ্ট্রের ৭শ’র মতো সৈন্য রয়েছে। তারা আল-শাবাব ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করছে বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন কর্মকর্তারা বলছেন, সোমালিয়া থেকে সরিয়ে নেওয়া কিছু সেনাকে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হবে; সেখান থেকেই তারা ওই অঞ্চলে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাবেন। এরআগে ট্রাম্প ইরাক ও আফগানিস্তান থেকেও মার্কিন সেনা কমিয়ে আনেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭