ইনসাইড আর্টিকেল

বঙ্গবন্ধুই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2020


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রতিষ্ঠাতা, রূপকার। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু যেন এক বিন্দুতে একাকার। তার চিন্তাই এদেশের চলার ভিত্তি মূল। বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শন গুলো তাই সব সময়ই আলোচনার দাবী রাখে। বিজয়ের মাসে তার কিছু উক্তি নিয়ে এই আয়োজন-

‘আমি যখন বাংলাদেশ সরকার পেলাম, যখন জেল থেকে বের হয়ে আসলাম, তখন আমি শুধু বাংলার সাড়ে ৭ কোটি মানুষই পেলাম। ব্যাংকে আমাদের বৈদেশিক মুদ্রা ছিল না। আমাদের গোল্ড রিজার্ভ ছিল না। শুধু কাগজ নিয়ে আমরা সাড়ে ৭ কোটি লোকের সরকার শুরু করলাম। আমাদের গুদামে খাবার ছিল না। গত তিন-চার বছরে বিদেশ থেকে না হলেও ২২ কোটি মন খাবার বাংলাদেশে আনতে হয়েছে। ২২ কোটি টাকার মতো বিদেশ থেকে হেল্প আমরা পেয়েছি সেজন্য যারা আমাদের সাহায্য করেছেন সে সকল বন্ধুরাষ্ট্রকে আমরা ধন্যবদ জানাই। কিন্তু আর একটি কথা, অনেকে প্রশ্ন করেন আমরা কি করেছি? আমরা যখন ক্ষমতায় আসলাম, দেশের ভার নিলাম তখন দেশের রাস্তাঘাট যে অবস্থায় পেলাম তাকে রিপেয়ার করার চেষ্টা করলাম।

সেনাবাহিনী নাই, প্রায় ধ্বংস করে গেছে, পুলিশবাহিনীর রাজারবাগ জ্বালিয়ে দিয়েছিল সেই খারাপ অব্সথা থেকে ভালো করতে কী করি নাই? আমরা জাতীয় সরকার গঠন করলাম। আমাদের এখানে জাতীয় সরকার ছিল না, আমাদের ডিফেন্স ডিপার্টমেন্ট ছিল না, বৈদেশিক ডিপার্টমেন্ট ছিল না।, প্লানিং ডিপার্টমেন্ট ছিল না। এখানে কিছুই ছিল না তার মধ্যে আমাদের জাতীয় সরকার গঠন করতে হলো। যারা মুধু কথা বলেন তারা বুকে হাত দিয়ে চিন্তা করে বলুন আমরা কি করেছি। ১ কোটি লোককে ঘড়বাড়ি দিয়েছি। রাষ্ট্রের লোককে খাওয়ানোর জন্য বিদেশ থেকে খাবার আনতে হয়েছে। পোর্টগুলোকে অচল থেকে সচল করতে হয়েছে। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ২২ কোটি মন খাবার এনে বাংলার গ্রামে গ্রামে গিয়ে বাংলার মানুষকে বাঁচাতে হয়েছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭