টেক ইনসাইড

ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম স্বাভাবিক করার কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/12/2020


Thumbnail

যুক্তরাজ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ডাউন হয়ে পড়েছে। এ ওয়েবসাইট ও অ্যাপস ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে বলে ব্যবহারকারীরা টুইটারে অভিযোগ করেছেন। 


অনেকে জানিয়েছেন, তারা লগ-ইন করতে পারছেন না, তারা কোনো পোস্ট করতে পারছেন না, আবার সমস্যার কথাও বলেছেন তারা ।

এ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানান, কিছু মানুষ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়ার্কপ্লেস চ্যাটে বার্তা পাঠাতে সমস্যায় পড়ছেন। বিষয়টি আমরা জেনেছি। যত দ্রুত সম্ভব অ্যাপগুলো স্বাভাবিক করতে আমরা কাজ করছি।


চলতি বছর এর আগেও ফেসবুকে কয়েকবার সমস্যা দেখা দিয়েছে। তবে প্রতিবারই ফেসবুক কয়েক ঘণ্টার ভেতর সেসব সমাধান করতে সক্ষম হয়। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭