ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীর চোখে এক ফোঁটা অশ্রু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2020


Thumbnail

গতকাল ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মব্যস্ত একটি দিন। সকালে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া আরও নানা কাজের মধ্যে দিনভর ছিলো তার ব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যে তিনি নজর রাখছিলেন পদ্মা সেতুর দিকে।

গতকাল পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান অর্থাৎ ৪১ নাম্বার স্প্যান বসানো হলো। এর ফলে পুরো পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। বাঙালি জাতির স্বপ্ন পূরণ হয়েছে। বস্তুত এই পদ্মা সেতু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর একক ইচ্ছা, আগ্রহ এবং দূরদর্শিতার কারণে।

বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুর অর্থায়নে অস্বীকৃতি জানালো তথাকথিত দুর্নীতির অভিযোগ তুলে। তখন এনজিওগুলো অর্থায়ন করা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলো। তখন থেকেই প্রধানমন্ত্রী নিজ দেশের আত্মমর্যাদা সমুন্নত রাখার জন্য তৎপর ছিলেন। মূলত তার আগ্রহ এবং পরিকল্পনার কারণেই নিজের টাকায় বাংলাদেশ পদ্মা সেতু করেছে।

গতকাল যখন প্রধানমন্ত্রীকে এই পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানোর খবর দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তখন প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তার চোখ চিক চিক করে ওঠে, যেন এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। শুধুমাত্র উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। সামান্য সময়ের আবেগ। এরপর আবার তিনি কর্ম ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন। এভাবেই আবেগকে সংযত করে বাংলাদেশকে নিত্য নতুন উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭