ইনসাইড গ্রাউন্ড

টানা ছয় হার রাজশাহীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2020


Thumbnail

টুর্নামেন্টে উড়ন্ত সূচনার পর টানা ৬ ম্যাচ হেরেছে রাজশাহী। আজ নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রামের কাছে ৩৬ রানে পরাজিত হয়েছে শান্তর রাজশাহী। টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে ওভারপ্রতি ৮-এর বেশি রান নিয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী, অন্যদিকে একমাত্র দল হিসেবে ওভারপ্রতি ৭-এর কম রান খরচা করেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। ফলে দুই দলের মুখোমুখি ম্যাচে লড়াইটা ছিল মূলত রাজশাহীর ব্যাটিং বনাম চট্টগ্রামের বোলিং। যেখানে আধিপত্য বিস্তার করল চট্টগ্রামের বোলাররাই, দলকে ম্যাচ জেতাল ৩৬ রানের ব্যবধানে। এ পরাজয়ের ফলে প্লে-অফ খেলার সম্ভাবনা প্রায় শেষই হয়ে গেল রাজশাহীর।

রাজশাহীর পরাজয়ের ফলে পথ খুলে গেল বরিশালের সামনে। দিনের অপর ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে বরিশাল। সেই ম্যাচে জিতলে কোনো হিসেব ছাড়াই প্লে-অফে চলে যাবে বরিশাল। এমনকি অল্প ব্যবধানে হারলেও রাজশাহীর সমান ৪ পয়েন্ট নিয়েই সেরা চারে যেতে পারবে তামিম ইকবালের দল।

রাউন্ড রবিন লিগের শেষদিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের জোড়া ফিফটির সঙ্গে শামসুর রহমান শুভর শেষের ঝড়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় চট্টগ্রাম। যা তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেননি রাজশাহী। প্রথম রাউন্ডে ৮ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে শেষ করল রাজশাহী। অন্যদিকে ৭টি ম্যাচ জিতেছে চট্টগ্রাম।

পেস বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশনে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে স্পিনাররা। রাজশাহীর স্পিনাররা যেখানে শুরুতে রান বিলিয়ে উইকেটে সেট হওয়ার সুযোগ দিয়েছেন চট্টগ্রামের দুই ওপেনারকে, সেখানে রাজশাহীর টপঅর্ডারকে মাথা তুলেই দাঁড়াতে দেয়নি চট্টগ্রামের স্পিনাররা। এতে অবশ্য দায় ছিল রাজশাহীর ব্যাটসম্যানদেরও। কাণ্ডজ্ঞানহীন শট খেলে আসা-যাওয়ার মিছিলে নাম লিখিয়েছেন আনিসুল ইমন, নাজমুল শান্তরা।

চট্টগ্রামের হয়ে ১৯ রান খরচে ৩ উইকেট নিয়েছে নাহিদুল ইসলাম। জিয়াউর রাহমানও নেয় ২ উইকেট। রাজশাহীর হয়ে নুরুল হাসানের ২৮ রান ছাড়া কেওই ক্রিজে টিকতে পারেনি বেশিক্ষণ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭