ইনসাইড বাংলাদেশ

প্রদীপের নির্দেশেই সিনহাকে হত্যা করা হয়, চার্জশিট জমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/12/2020


Thumbnail

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের পরিকল্পনাতেই মেজর (অব.) সিনহাকে হত্যা করা হয় অর্থাৎ মেজর সিনহা হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বরখাস্ত ওসি প্রদীপই। রোববার কক্সবাজার আদালেত জমা হওয়া মেজর (অব.) সিনহা হত্যাকান্ডের চার্জশিটে  এমন তথ্য দেয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এতে আরও জানা গেছে, প্রদীপের নির্দেশেই এস আই লিয়াকত মেজর (অব.) সিনহাকে গুলি করে। তার আগে টেকনাফ থানায় এক গোপন বৈঠকে মেজর (অব.) সিনহা হত্যাকান্ডের পরিকল্পনা করে ঐ থানার সাবেক ওসি প্রদীপ কুমার। মোট ১৫ আসামীকে অভিযুক্ত করে উক্ত চার্জশিট দায়ের করেছে র‌্যাব।

মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১৫ তে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম রোববার সকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

তিনি বলেন, “এ মামলায় গ্রেপ্তার ১৪ জন আসামি ছাড়াও আরও একজনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।”

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭