ইনসাইড আর্টিকেল

বঙ্গবন্ধুই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/12/2020


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রতিষ্ঠাতা, রূপকার। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু যেন এক বিন্দুতে একাকার। তার চিন্তাই এদেশের চলার ভিত্তি মূল। বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শন গুলো তাই সব সময়ই আলোচনার দাবী রাখে। বিজয়ের মাসে তার কিছু উক্তি নিয়ে এই আয়োজন-

‘সরকারের উচ্চ ও নিন্ম বেতনভোগী কর্মচারীদের বেতনের ক্ষেত্রে যে বিরাট ব্যবধান ছিল তা কমিয়ে আনার জন্য বেতন কাঠামোর পুনর্বিন্যাস করার উদ্দেশ্যে একটি ‘জাতীয় বেতন কমিশন’ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি চাকুরির এই নয়া কাঠামোতে কর্মচারীরা জাতীয় পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। গত কয়েক মাসে জনসাধারণ যে সাহস ও ধৈর্যের পরিচয় দিয়েছেন সেজন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। বেকারত্ব ও অত্যাবশ্যকীয় জিনিসের দুর্মুল্য আমাদেরকে বিপর্যস্ত করে তুলেছে। আমি আপনাদর আশ্বাস দিতে পারি যে আমরা জনসাধারণের দুঃখ-দুর্দশা সম্পর্কে সজাগ রয়েছি এবং পরিকল্পিত উপায়ে এ সমস্যার মোকাবিলার জন্য অবিরাম কাজ করে যাচ্ছি।’

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭