ইনসাইড সাইন্স

অ্যাপলের বিরুদ্ধে ফেসবুকের বিজ্ঞাপণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/12/2020


Thumbnail

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকের দ্বন্দ্ব নতুন নয়। তবে সম্প্রতি ফেসবুক যা করেছে তা বেশ চমকপ্রদ। যুক্তরাষ্ট্রে তিনটি প্রভাবশালী সংবাদপত্রের পুরো পাতাজুড়ে অ্যাপলের বিরুদ্ধে বিজ্ঞাপণ ছেপেছে তারা। সেই সংবাদপত্র তিনটি হলো ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। তথ্য সংগ্রহ এবং বিজ্ঞাপণ প্রচারের বিষয়ে মোবাইল সফটওয়ারে পরিবর্তন নিয়ে আসছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ফেসবুকের দাবি অ্যাপলের এ পরিবর্তন আনলে কারণে ক্ষুদ্র ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার প্রকাশিত ফেসবুকের সেই বিজ্ঞাপণের শিরোনাম ছিল “We’re standing up to Apple for small businesses everywhere.”

অ্যাপলের আইওএস ওপারেটিং সিস্টেম ১৪-এ থাকছে এমন পরিবর্তন। এর ফলে ফেসবুকের মতো কোম্পানিগুলোর গ্রাহকদের তথ্য সংগ্রহ এবং সে অনুযায়ী বিজ্ঞাপণ প্রচারে বাধা তৈরি হবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭