ওয়ার্ল্ড ইনসাইড

সিডনিতে আওয়ামী লীগের ব্যানারে ওরা কারা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/08/2017


Thumbnail

অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাঁচ তারকা একটি হোটেলে স্থানীয় সময় গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক `দোয়া ও আলোচনা সভা` অনুষ্ঠিত হয়। জনা চল্লিশেক লোকের উপস্থিতিতে `দোয়া ও আলোচনা সভায়` প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্যুয়িরি বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. রফিকুল ইসলাম। দীর্ঘ একঘণ্টার বেশি সময় ধরে প্রদত্ত দীর্ঘ বক্তৃতায় ড. রফিকুল ইসলাম বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পক্ষে নানান যুক্তি তুলে ধরেন। তিনি বলেন সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে তিনি বঙ্গবন্ধুকে অপমান করে কিছু বলেননি। এ বিষয়ে তার বক্তৃতার অধিকাংশ বিষয়বস্তু বিএনপির সাম্প্রতিক কথাবার্তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল। এসময় মঞ্চে উপবিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার সম্মতিসূচক মাথা নাড়ছিলেন।  


 
যেখানে  সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রায়ের পর্যবেক্ষণকালীন বিভিন্ন মন্তব্যের বিরূদ্ধে সোচ্চার, সেখানে সিডনির ফাইভ স্টার হোটেলে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় মূল দলের বিরূদ্ধে কথা বলায় স্থানীয় বঙ্গবন্ধু অনুসারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
এমনিতেই বাংলাদেশের জনগোষ্ঠীর একটা বড় অংশ এই মুহূর্তে বন্যা কবলিত, সিডনির সর্বস্তরের বাঙালিরা বন্যার্তদের সাহায্যার্থে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে, সেই মুহূর্তে গুটিকয়েক লোক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার উদ্যোগে পাঁচ তারকা হোটেলে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা নিয়ে সিডনির বাঙালি কম্যুনিটিতে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার ওপর জাতীয় শোক দিবসের আলোচনার অধিকাংশ সময় জুড়ে মূল দলের অবস্থানের বিপক্ষে আলোচনা চলায় সিডনিতে এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের নামে এরা আসলে কারা? এদের রাজনীতির উদ্দেশ্যই বা কী? সারাদেশে যখন আওয়ামী লীগের শুদ্ধি অভিযান চলছে, সেখানে ব্যাংক লুটেরা, অবৈধ হুন্ডি ব্যবসায়ী, জামায়াত-বিএনপির অনুপ্রবেশকারীদের নিয়ে সিডনিতে আওয়ামী লীগের নাম ভাঙাচ্ছে কারা? কেন্দ্রীয় আওয়ামী লীগই বা কী ভাবছে এদের নিয়ে?

বাংলা ইনসাইডার/জেডএ


Save



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭