লিভিং ইনসাইড

কাঁকরোলের দারুণ একটি রেসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/12/2020


Thumbnail

কাঁকরোল সবজিটা অনেকেরই খুব পছন্দ। আবার ভিটামিন আর স্বাদে অন্যন্য হওয়ায় রসুই ঘরে প্রায়ই কাঁকরোল দেখা মিলে। অনেকে চাকা চাকা করে কেটে ভেজে খান। তবে মুখরোচক খাবারও প্রস্তুত করা যায় কাঁকরোল দিয়ে। এরকম একটি খাবার হলো কাঁকরোলের পুর। 

যা যা লাগবে, 

উপকরণ

১.বড় কাঁকরোল-২টি

২. সর্ষে-২ চা চামচ

৩.  কাঁচালঙ্কা-২টি

 ৪. নারকেল কোরা- ৪ চা চামচ

 ৫. সর্ষের তেল (ভাজার জন্য)-২০০ গ্রাম 

৬.  লবণ-স্বাদ মতো

৭. হলুদ-এক চতুর্থাংশ চা চামচ

৮. কালো জিরে-আধ চা চামচ

৯. পোস্তদানা- এক চা চামচের চার ভাগের এক ভাগ

 ১০. চিনি-আধ চা চামচ

 ১১. বেসন-৫০গ্রাম

১২. চালের গুঁড়ো-৫০ গ্রাম

রান্নার প্রণালী: কাঁকরোলের বোঁটার দিক এবং মাথার দিক অল্প কেটে বাদ দিয়ে দু’ ফালি করে ধুয়ে নিন। অল্প ভাপিয়ে নিন। একটা ছুরি বা কাঁটা চামচ বিঁধিয়ে দেখে নিন সঠিক সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রাখুন। ঠান্ডা হলে চামচ দিয়ে কুরে শাঁস বের করে নিন। এ বার একটি পাত্রে চামচ দিয়ে শাঁসটি ভাল করে চটকে নিন। বীজ পছন্দ না করলে বেছে আলাদা বাদ দিন। দুটো কাঁচালঙ্কা দিয়ে  সর্ষেটা বেটে রাখুন। ওই সর্ষে বাটা, নারকেল কোরা, ২ চা চামচ সর্ষের তেল, সামান্য চিনি, লবণ, অল্প কালো জিরে মিশিয়ে ভাল করে সবটা চামচ দিয়ে মিশিয়ে নিন। এ বার ফালি করা চারটে কাঁকরোলের মধ্যে ওই পুর ভরে নিন।

একটা পাত্রে বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, পোস্তদানা, হলুদ, সামান্য চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে  ঘন করে একটি মিশ্রণ তৈরী করুন। একটা কড়াই কিংবা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিন। তেল গরম হলে ওই পুর ভরা কাঁকরোল মিশ্রণে চুবিয়ে আস্তে করে তেলে ছাড়ুন। গ্যাসে আঁচ কমিয়ে দিন। ঢিমে আঁচে ভাজুন। এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠ ভেজে নিতে হবে। কাঁকরোলের গায়ে লালচে-বাদামী রং ধরলে উঠিয়ে টিস্যু পেপারের উপর রাখুন। এতে বাড়তি তেল শুষে নেবে। গরম ভাতের সঙ্গে খেতেও চমৎকার লাগবে এই স্বাদের খাবারটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭