লিভিং ইনসাইড

জুতা পরুন আয়োজন বুঝে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/08/2017


Thumbnail

অনুষ্ঠান ও উৎসবের ধরন বুঝে জুতা পরার চল বাঙালী সংস্কৃতিতে বহুদিনের। উপলক্ষ অনুযায়ী জুতা পরার মধ্য দিয়ে নিজস্ব পছন্দের বৈচিত্র প্রকাশ পায়। সব বয়সী নারী-পুরুষের মধ্যেই এ প্রবণতা লক্ষ করা যায়। সেই সঙ্গে বাহ্যিক সৌন্দর্য প্রকাশের অনেকটাই নির্ভর করে পরিপাটি পোশাক ও জুতসই জুতা নির্বাচনের ওপর।

ত্বক বিশেষজ্ঞ ও সৌন্দর্য পরামর্শকরা সাধারণত পরিবেশ অনুযায়ী ত্বকের ধরণ বুঝে মানানসই জুতা পরতে বলেন। সম্প্রতি এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ভারতীয় জুতার ব্র্যান্ড স্যান ফ্রিসো’য়ের নির্বাহী পরিচালক কুলদিপ সিং ও সুনিল মেহরা ব্র্যান্ডের ক্রিয়েটিভ ডিরেক্টর সাগার মেহরা। তাদের দেওয়া পরামর্শগুলোই এখানে তুলে ধরা হলো:

কর্মক্ষেত্রে যেমন জুতা পরবেন  
আলোচনা অনুষ্ঠান, দাপ্তরিক বৈঠক, সম্মেলন ও পরামর্শসভায় অংশ নেওয়ারা পরিকল্পনা থাকলে ফিতা বাঁধা যায় এমন চামড়ার জুতা ব্যবহার করুন। কালো রংয়ের স্যুটের সঙ্গে সাধারণত কালো জুতাই জুতসই। যদিও ধুসর রংয়ের স্যুটের সঙ্গে কালো কিংবা বাদামি দুই রংয়ের জুতাই পরা যায়। এ ক্ষেত্রে স্যুটের রং বুঝে জুতা নির্বাচন করুন।

ছুটির দিনে যেমন জুতা পরবেন   
অনেক সময় ছুটির দিনগুলোয়ও অফিসের টুকরো কাজ পড়ে যায়। এমন হলে ছিমছাম পোশাকের সঙ্গে চামড়ার লোফার জুতা বেছে নিতে পারেন। এতে অফিসের পরিবেশ বজায় থাকবে, নিজেকেও মার্জিত লাগবে। পাশাপাশি অবসরের ক্যাজুয়াল ভাবটাও থাকবে। এ ক্ষেত্রে উজ্জ্বল রং ও বাহারি নকশার জুতা এড়িয়ে চলবেন।

বন্ধুদের আড্ডায় কিংবা প্রিয়জনকে নিয়ে বেড়াতে যাওয়ার বেলায়ও পোশাকের ওপর গুরুত্ব দিন। ব্যক্তিত্ব প্রকাশ পাবে। পাশাপাশি স্বস্তির দিকটাও খেয়াল রাখবেন। এসব ক্ষেত্রে সাধারণত জিনস আর টি-শার্টই বেছে নেওয়াই উত্তম। এ রকম দিনে স্নিকার জুতা ব্যবহার করুন। এতে যে কোনো পরিবেশে চলাচল করা সহজ হবে।

সান্ধ্যায় যেমন জুতা পরবেন   
রাতে আত্নীয় কিংবা পুরানো কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগেভাগেই প্রস্তুতি নিন। এ রকম আয়োজনে নকশাখচিত জুতা, স্লিপার কিংবা চামড়ার লোফার ব্যবহার করুন। অনায়াসে মানিয়ে যাবে।   

বিয়ের অনুষ্ঠানে যেমন জুতা পরবেন
বিয়ের অনুষ্ঠানে দেশিয় ধাঁচের পায়জামা পাঞ্জাবির সঙ্গে নাগরা, চটি কিংবা ফিতাওয়ালা চপ্পল পরলে মানানসই লাগবে। যদি স্যুট, গলাবন্ধ কোট বা শেরওয়ানি পরার ইচ্ছা থাকে তাহলে ফিতাওয়ালা জুতা কিংবা লোফার পরতে পারেন।


বাংলা ইনসাইডার/আরজে   




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭