ইনসাইড বাংলাদেশ

তৃতীয় ধাপে পৌর নির্বাচনে বৈধ ৩৫৫০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/01/2021


Thumbnail

তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার নির্বাচনে ৩৫৫০ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। মেয়র পদে ২৫৭ জন, সংরক্ষিত নারী আসনে ৭৭২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫২১ জনের প্রার্থীতা বৈধতা পায়।

সোমবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্বে) ও পৌরসভার সাধারণ নির্বাচনের সমন্বয়ক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৬৪ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এইসব পৌরসভা নির্বাচনে গত ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই রোববার (৩ জানুয়ারি) শেষ হয়েছে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি।

ইসির তফসিল অনুয়ায়ী প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। আর দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হবে ১৬ জানুয়ারি। ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের নির্বাচন হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭