ইনসাইড ইকোনমি

সোনার দাম বাড়ছে ১৯৮৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/01/2021


Thumbnail

দেশের বাজারে ফের বাড়ছে সোনার দাম । ভরি প্রতি বাড়ছে ১ হাজার ৯৮৩ টাকা। এই হিসেবে ২২ ক্যারেট সোনার দাম ৭২ হাজার ৬৬৭ টাকা থেকে ৭৪ হাজার ৬৫০ টাকা হবে। আজ বুধবার থেকে দেশজুড়ে সোনার এই বাড়তি দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গতকাল মঙ্গলবার রাতে সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তারা।এর আগে গত ২ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি।

আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা, ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭