ইনসাইড বাংলাদেশ

সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপের প্রতিবেদন ফের পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/01/2021


Thumbnail

টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্ত প্রতিবেদন জমা আবারও তৃতীয় দফায় পিছিয়েছে।

বুধবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে এ মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার এ আসামির শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামি পক্ষও জামিনের আবেদন করে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় প্রার্থনা করে।

এর আগে ২০ সেপ্টেম্বর আদালত ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাটির এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।  

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় তদন্ত করতে কিছুটা সময় লাগছে। প্রতিবেদন জমা দিতে দুদকের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। আদালত আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।

এ আইন আইনজীবী আরও জানান, বর্তমানে চট্টগ্রাম কারাগারে আছে ওসি প্রদীপ। বুধবার তাকে আদালতে হাজির করা হয়নি।

সম্পাদনা: মেহেরুবা শহীদ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭