ইনসাইড ওয়েদার

ফের শৈত্যপ্রবাহ আসছে আগামী সপ্তাহের শেষে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/01/2021


Thumbnail

চলতি পৌষের শেষ দিকে এসে হঠাৎ যেন বিদায় নিয়েছে শীতের আবহ।তবে আগামী সপ্তাহের শেষ দিকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আভাস দিচ্ছেন অধিদফতরের কর্মকর্তারা। দেশের  উত্তরাঞ্চল থেকে আসন্ন এই শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছেন তারা।

শীতে হতদরিদ্র মানুষের দুর্ভোগে কমাতে প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও জেলা প্রশাসনও। ফের শৈত্যপ্রবাহ শুরু হলে হতদরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র সরবরাহে প্রস্তুত তারা।

এর আগে  আবহাওয়াবিদ আব্দুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ‘আগামী সপ্তাহের শেষ দিকে ১২ বা ১৩ জানুয়ারির পর থেকে দু-এক জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই সময় পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে, আবার হঠাৎ কমে গিয়ে আবার বেড়ে যেতে পারে, কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না।’

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানান, নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হলে তা তীব্র আকার ধারণ করতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭