লিট ইনসাইড

ঈদ এখনও অনেক মজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/09/2017


Thumbnail

সবার মতো আমি বলব না ছোট বেলার ঈদই বেস্ট। আমার ঈদ এখনও অনেক মজার। যদিও আগে ঈদ পালন হতো সপ্তাহ জুড়ে, আর এখন তিনদিনের। তারপরও মজার। আমাদের যৌথ পরিবার। তাই এতোগুলো মানুষের ভিড়ে মন খারপের কোন সুযোগই থাকে না। বোর হওয়ার তো প্রশ্নই আসে না।  

ক্লাশ টেন পর্যন্ত আমি গরু কিনতে সবার সঙ্গে হাটে যেতাম। বড় হয়ে যাওয়ার পর আমরা কাজিনরা তখনও হাটে যেতাম, তবে গরু কেনার পরে। গরু কিনে ফেলার পরে বাড়ির ছোট আমরা গাড়ি করে হাটে গিয়ে গরু দেখে আসতাম। আমাদের দেখার পরই গরু বাড়ির উদ্দেশ্যে রওনা দিত। সুযোগ পেলে এখনও যাই।   

গরু কিনেই ক্ষান্ত হতাম না আমরা। সবাই মিলে গরুকে খাওয়ানো, গরুকে সাজানো, দিনভর বারান্দায় দাঁড়িয়ে কার গরুর কতো দাম তা জিজ্ঞেস করা এসবও ছিল ঈদ আনন্দের তালিকায়। এখনও রঙিন মালা দিয়ে সাজানো গরুর শিং দেখতে মজা লাগে।  

একটা জিনিস বদলে গেছে। আগে গরুর সঙ্গে দুইটা খাসিও কিনতাম আমরা। সেগুলো কাটা হতো ঈদের পরদিন, যখন ফুপিরা আসতো। মন খারাপ লাগতো সেদিন। আদরের খাসীটাকে এতো দিন নিজের হাতে পাতা খাইয়েছি, বিকেলে গলার দড়ি ধরে রাস্তায় হেঁটেছি আর তাকে আজ খেয়ে ফেলবে! ব্যাপারটা খুবই খারাপ লাগতো আমার।

একে একে বড় আপুদের বিয়ে হয়ে, বাড়ি খালি হতে থাকে। পরীক্ষার জন্যও অনেক কাজিন এখন আর ঈদ করতে পারে না একসঙ্গে। তাও ঈদে আমরা মজা করি। এখন আমিই সবার বড়। এবারের ঈদ নিয়েও অনেক এক্সাইটেড আমরা। প্রথম বারের মতো গ্রামের বাড়িতে ঈদ করবো। আপুরাও যাবে। কী জানি কেমন কাটবে ঈদ।

বৃষ্টি ভেজা মেঠো রাস্তা, ইলেক্ট্রিসিটির আভাব, বেড়াতে যাওয়ার জায়গা নেই। তারপরও আমি জানি ঠিকই মজা করবো আমরা। যৌথ পরিবারের এই এক মজা, সব আনন্দই হয় অনেক বেশি আনন্দের।  

বাংলা ইনসাইডার/এমএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭