লিট ইনসাইড

আমার শহুরে ঈদ ও গ্রাম্য ঈদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/09/2017


Thumbnail

ঈদুল আজহা দিনটা আর দশজনের মত আমার কাছেও অনেক আনন্দের একটা দিন। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনেক ভালো লাগে আমার।

আমার মতে ঈদের মজাটা শহরের তুলনায় সবচেয়ে বেশি পাওয়া যায় গ্রামে। সেই ছোটবেলা থেকেই ঈদের ছুটিতে গ্রামে যাওয়া হয় কারণ সেখানেই একমাত্র পরিবারের সবাইকে একসঙ্গে পাওয়া যায়।

ছোটবেলা থেকেই গ্রাম্য গরুর হাটে যেতাম। গরু কিনে বাড়ি ফিরতাম আর মনে হত কি না এমন কাজ উদ্ধার করে আমি বাড়িতে ফিরছি। কিন্তু শহুরে ঈদ একদম আলাদা ধরনের মনে হয় আমার কাছে। হাটে ঠিকই যাওয়া হয় কিন্তু ঈদের যে আসল আমেজ সেটা শহুরে ঈদে পাওয়া যায়না।

ঈদের নামাজ পড়ে  আসার পর পশু কুরবানি করেই নিজেকে বন্দি চার দেয়ালের মাঝে বন্দী করে ফেলা হয়। শহুরে ঈদে আসলে পরিবারের সবাই না থাকলে খুব একটা আমি পাইনা।

বড় হয়ে নিজেকে অনেকটা গুটিয়ে নেওয়া কিন্তু ছোটবেলায় গ্রামে গেলে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে গরু দেখাটা অভ্যাস হয়ে গিয়েছিল। এইসব মজার ব্যাপারটা শহরে তো আর পাওয়া যায় না। এসব কিছু ছোট ছোট ব্যাপার গুলো শহুরে ঈদে পাওয়া যায়না বলেই হয়তোবা সব সময় ছুটে যাওয়া হয় গ্রামে সব কাছের মানুষ গুলোর কাছে।

ঈদের আনন্দটা হয়তোবা সব জায়গায়ই পাওয়া যেতে পারে। তবে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আলাদা মজা পাওয়া যায়। সেজনই হয়তোবা সবাই এত কষ্ট করে ঝক্কি-ঝামেলা সহ্য করে হলেও নাড়ির টানে সেই গ্রামেই ফিরে যায়।

বাংলা ইনসাইডার/এনআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭