ইনসাইড এডুকেশন

ঈদের দিনগুলোতে পড়াশোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/09/2017


Thumbnail

খুশির দিন ঈদে শিহাব তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছে। কিন্তু আগের ঈদগুলোতে সে যেরকম মজা করেছে তা এই ঈদে পাচ্ছে না। কারণ ঈদের কিছুদিন পরই তাঁর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। তাই ঘোরাঘুরির মাঝখানেও তাঁর মনে চিন্তা কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা,বিসিএস, ব্যাংকগুলোর পরীক্ষা। এছাড়াও সরকারি আরও অনেক পরীক্ষা রয়েছে ঈদের পর। তাই পরীক্ষার্থীদের দম ফেলার ফুরসত নেই। কিন্তু সামনে যে খুশির ঈদ। তাহলে পড়াশোনার জন্য কি ঈদের আনন্দ বাদ থাকবে?

ঈদে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি, মজার মজার খাবার খাওয়া সবই চলবে। এর পাশাপাশি সময় পেলে পড়াশোনা করা যেতে পারে। কারণ পড়াশোনা একজন মানুষের অভ্যাসের মত। পড়াশোনা মনে রাখার জন্য চর্চা আবশ্যক। ঈদের কিছুদিন পড়াশোনার গ্যাপের জন্য যা আগে পড়া হয়েছে তা একজন শিক্ষার্থী বা চাকরি প্রার্থী ভুলে যেতে পারে। তাই কম হলেও ঈদের দিনগুলোতে পড়াশোনা করা যেতে পারে।

ঈদের সময়ে সাধারণত সব বাসাতেই অনেক আত্মীয়-স্বজনের সমাগম ঘটে। আত্মীয় -স্বজন বাসায় আসলে পড়াশোনা করা একটু কঠিন। কারন তাঁরা বাসায় আসলেই উৎসবের আমেজ আরো বেশি বেড়ে যায়। পরীক্ষা সামনে থাকলে আত্মীয়-স্বজনের সঙ্গে কিছু সময় কাটিয়ে, আড্ডা দিয়ে তারপর পড়াশোনা করতে যাওয়া যেতে পারে। পড়তে যাওয়ার আগে তাঁদের অবশ্যই পরীক্ষার ব্যাপারটি বুঝিয়ে বলতে হবে।

উৎসবের দিন পড়াশোনা খুব একটা হবে না এটাই স্বাভাবিক। তাই ঘোরাঘুরি,মজার আড্ডার মাঝখানে যখনই সময় পাওয়া যাবে তখনই পড়া যেতে পারে। এসময় পড়াশোনার সময় পাওয়া যাবে কম তাই অন্য কোনো চিন্তা না করে পড়াশোনা করতে হবে। তাতে সময় কাজে লাগবে।

ঈদের দিন বা ঈদের পরের দিনগুলোতে বন্ধুরা একসঙ্গে ঘোরার জন্য বের হয়। এই ঘোরাঘুরির মাঝখানে অল্প সময়ের জন্য হলেও পড়া মনে করা যেতে পারে। তাতে পড়া মনে থাকবে।

সারাবছর পরীক্ষায় পাস বা চাকরির জন্য যারা পড়াশোনা করে তারা গল্প, উপন্যাস, নাটক পড়ার সময় পায় না। তাই ঈদের দিনগুলোতে পড়তে ইচ্ছা না হলে কিছু সময়ের জন্য এগুলো পড়া যেতে পারে। এতে পড়ার ইচ্ছা বাড়বে।

ঈদের দিনগুলোতে টেলিভিশনে ভালো ভালো অনুষ্ঠান প্রচারিত হয়। তাই সারাবছর অনেকে টেলিভিশন না দেখলেও এসময় দেখে। ঈদের দিনগুলোতে পড়াশোনা ঠিক রাখতে হলে সব সময় টেলিভিশন না দেখে সিলেক্ট করে প্রোগ্রাম দেখা যেতে পারে।

ঈদ আমাদের জন্য অবিরাম খুশি নিয়ে আসে। তেমনিভাবে পড়াশোনার ওপরও একজন মানুষের জীবন নির্ভর করে। তাই ঈদের দিনগুলোতে আনন্দ নিয়েই হোক পড়াশোনা।    

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭