ওয়ার্ল্ড ইনসাইড

ইমপিচে রাজি নন পেন্স, সতর্কবার্তা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/01/2021


Thumbnail

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টে সম্মতি নেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের। মঙ্গলবার হোয়াইট হাউসে বিরোধী নেতাদের তিনি জানিয়ে দেন এ কথা। নাছোড়বান্দা ট্রাম্পও জানিয়েছেন উদ্বিগ্ন নন তিনি। ইমপিচমেন্ট নিয়ে ডেমোওক্রটদের নেতৃত্বাধীন হাউসের প্রতিনিধিরা ২৫তম অ্যামেন্ডমেন্টে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর যখন চাপ বাড়াচ্ছেন তখনই ঘটছে এসব ঘটনা।

টেক্সাসে অভিবাসন নীতি, মেক্সিকোর দেওয়াল নিয়ে কথা বলার সময় ইমপিচমেন্টের বিষয়টি তুলেছিলেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, “২৫তম অ্যামেডমেন্টে আমার কোনও ঝুঁকি নেই।” শুধু তাই নয়, ইমপিচমেন্ট নিয়ে বাইডেন প্রশাসনকে কার্যত সতর্কও করেছেন তিনি। বলেছেন, “ইমপিচমেন্টের গুজব দেশের ইতিহাসে বিদ্বেষপূর্ণ ডাইনি খোঁজার ব্যাধি। অধিকাংশ লোকই এটা বুঝবে না। এটা আমেরিকার পক্ষে ক্ষতিকর হতে পারে। বিশেষ করে এ সময়ে।’’

ট্রাম্পের ইমপিচমেন্ট চান না মাইক পেন্সও। তিনি হাউসের স্পিকার ন্যান্সি পেলোসিকে লিখেছেন, ‘‘প্রেসিডেন্টের মেয়াদের আর ৮ দিন বাকি। এখন আপনারা দাবি করছেন ক্যাবিনেট এবং আমি ২৫তম অ্যামেন্টমেন্টকে স্বাগত জানাই। আমার মনে হয় না এ পদক্ষেপ জাতির পক্ষে লাভজনক হবে।’’

গেল ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলায় দেশটির ৬ নাগরিক মারা যান। এর পর থেকেই উত্তেজনা চরমে। এর মাঝেই  আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭