ইনসাইড এডুকেশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের তিন বছর পর পর বদলির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/01/2021


Thumbnail

সরকারি প্রাথমিকের কর্মচারীদের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। একই বিদ্যালয়ে কোনো কর্মচারী এখন থেকে আর তিন বছরের বেশি কাজ করতে পারবেন না। অধিদফতেরর আওতাধীন সব কর্মচারীই এই নিয়মের আওতায় পড়বেন।

ডিপিই বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা নিয়োগ বিধিমালা রয়েছে। কর্মচারীদের এক কর্মস্থলে তিন বছরের বেশি না রাখতে বিধিমালায় উল্লেখ আছে। তবে গত কয়েক বছর এই বিধিমালা ঠিক মতো মানা হচ্ছে না। এখন সেটিই কার্যকর করা হবে।

ডিপিইর অধীনস্থ যেসব কর্মচারী তিন বছরের বেশি এক স্থানে রয়েছেন তাদের তালিকা করে নতুন বিধি অনুযায়ী বদলি করা হবে।

ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, ‘অধিদফতরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের নিয়োগ-বদলি নীতিমালাটি এখন কার্যকর করা হবে। এই নিয়ম অনুযায়ীই কর্মচারীরা এক বিদ্যালয়ে তিন বছরের বেশি কাজ করতে পারবে না। অন্য কোথাও বদলি হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭