ওয়ার্ল্ড ইনসাইড

বাইডেনের শপথের দিন ওয়াশিংটনে থাকবে ১০ হাজার সেনা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/01/2021


Thumbnail

ডেমোক্রেট বাইডেন এখন শপথ অনুষ্ঠানকে নিয়ে ব্যস্ত। গেল বছর ৩ নভেম্বর বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, তাই আর মাত্র ৮ দিন আছে তাঁর ক্ষমতার মসনদে বসার আনুষ্ঠানিকতার। তাঁর শপথের থিম হচ্ছে ‘আমেরিকা ইউনাইটেড’। 

এফবিআই বলছে, ওই দিন ফের ঝামেলার আশঙ্কা রয়েছে ওয়াশিংটনসহ ৫০টি প্রদেশের রাজধানীতে। এ বার আরও ভয়ঙ্কর সশস্ত্র হামলা হতে পারে ধরে নিয়ে আগে ভাগেই তৈরি ন্যাশনাল গার্ড। অভিযোগ, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডব শুরু হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছেছিল সেনা। এ বার তাই আগাম ব্যবস্থা নিতে প্রতিরক্ষা সচিব চিঠি লিখেছেন ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি। 

প্রথা অনুযায়ী, ক্যাপিটল ভবনের মাঠে শপথ নেওয়ার কথা বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। এরইমধ্যে ডেলাওয়্যার থেকে বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘‘অনুষ্ঠান খোলা মাঠে হলেও নিরাপত্তা নিয়ে আমি বিন্দুমাত্র উদ্বিগ্ন নই।’’

ন্যাশনাল গার্ডের প্রধান ড্যানিয়েল হোকানসন জানিয়েছেন, শনিবারের মধ্যেই ওয়াশিংটনে ১০ হাজার সেনা পৌঁছে যাবে। স্থানীয় প্রশাসন চাইলে সংখ্যাটা ১৫ হাজারও হতে পারে। ক্যাপিটল হিলে হামলার দায় না-নিলেও এফবিআইয়ের সতর্কবার্তা পাওয়ার পরে ওয়াশিংটনে জরুরি অবস্থা জারির অনুমতি দিয়েছেন, যা কার্যকর থাকবে ২৪ জানুয়ারি পর্যন্ত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭