ইনসাইড বাংলাদেশ

আওয়ামী লীগে চ্যালেঞ্জের মুখে খোকন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/01/2021


Thumbnail

দলের নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এখন দলের ভেতরই চ্যালেঞ্জের মুখে পড়েছেন সাঈদ খোকন। আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, এই বক্তব্য শিষ্টাচার বর্হিভূত এবং দলের গঠনতন্ত্র এবং শৃঙ্খলা পরিপন্থী। 

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন ‘সাঈদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। একজন কেন্দ্রীয় নেতা এভাবে অন্য একজন জনপ্রতিনিধি সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন না।’ তার মতে ‘তাপসের বিরুদ্ধে তার কোন অভিযোগ থাকলে, এটি দলীয় ফোরামে আলোচনা করতে পারতেন।’ আওয়ামী লীগের ঐ নেতা বলেন ‘দলীয় ফোরামে আলোচনা না করে এভাবে কোন নির্বাচিত জনপ্রতিনিধির সমালোচনা অশোভন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্যের সংগে কথা বলে জানা গেছে, তারা সবাই সাবেক মেয়র এবং কেন্দ্রীয় কমিটির এই সদস্যের আচরণে অসন্তুষ্ট। আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন ‘সাঈদ খোকনের কোন রাজনৈতিক অর্জনই তার নিজ যোগ্যতায় প্রাপ্ত নয়।’ পৈত্রিক সূত্রে প্রাপ্ত। পিতার কারণেই দয়াপরবস হয়ে আওয়ামী লীগ সভাপতি তাকে একের পর এক সুযোগ দিয়েছেন। কিন্তু কোন সুযোগই তিনি যোগ্যতার সঙ্গে কাজে লাগাতে পারেননি।’

আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন ‘পৈত্রিক সুত্রে তাকে ২০০১ এর নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছিল, ঐ নির্বাচনে তিনি পরাজিত হন। ওয়ান ইলেভেনে তিনি আওয়ামী লীগ ছেড়ে কিংস পার্টিতে গিয়েছিলেন। সংস্কারপন্থী হবার পরও পিতার জন্য শেখ হাসিনা তাকে ক্ষমা করেছিলেন। মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন।’ ঐ সাংগঠনিক সম্পাদক বলেন ‘মেয়র হবার পরও তিনি মুরাদের সাথে (শাহ আলম মুরাদ, আওয়ামী লীগ, ঢাকা মহানগরী দক্ষিনের সাবেক সাধারণ সম্পাদক) দ্বন্দ্বে জড়ান। এখন তাপসের সঙ্গে বিরোধে জড়িয়েছেন।’

আওয়ামী লীগের একাধিক নেতা, বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন যে, আওয়ামী লীগের আসন্ন কেন্দ্রীয় কমিটির বৈঠকে এবং আজকের মনোনয়ন বোর্ডের সভায় তারা এ প্রসঙ্গটি উত্থাপন করবেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দমনে করেন, একজন কেন্দ্রীয় নেতা, দলীয় ফোরামের বাইরে এভাবে আরেক নেতা কে আক্রমন করলে সংগঠন ক্ষতিগ্রস্থ হয়। এবিষয়ে অন্তত দুজন নেতা আওয়ামী লীগ সভাপতির দৃষ্টি আকর্ষন করেছেন বলে জানা গেছে। অবশ্য সাঈদ খোকন, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার কাছে অভিযোগ করেছেন, তাপস তার চরিত্র হননের পরিকল্পিত ষড়যন্ত্র করছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭