ইনসাইড গ্রাউন্ড

আইসিসি-র টুইটার সমীক্ষা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2021


Thumbnail

এবার আইসিসি-র টুইটার সমীক্ষা নিয়ে দেখা গেল ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা। আইসিসি-র টুইটার সমীক্ষায় বিরাট কোহালিকে হারিয়ে দিলেন ইমরান খান। সম্প্রতি অধিনায়ক হওয়ার পর ধারাবাহিকতায় উন্নতি হয়েছে এমন চারজন ক্রিকেটারের নাম জানতে চেয়েছিল আইসিসি। সেই তালিকার বিরাট কোহালিকে পিছে ফেলেছেন ইমরান খান। তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক মেগ ল্যানিং।

ভোটে ইমরান পেয়েছেন ৪৭.৩ শতাংশ ভোট। কোহালি পেয়েছেন ৪৬.২ শতাংশ ভোট। ডিভিলিয়ার্স এবং ল্যানিং পেয়েছেন যথাক্রমে ৬ শতাংশ এবং ০.৫ শতাংশ ভোট।

এই খবর প্রকাশের পর পর গণ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে উত্তেজনা। । ফলাফল ঘোষণার পর পাকিস্তানের দেশের স্থানীয় চ্যানেলগুলি এটিকে ‘ব্রেকিং নিউজ’ হিসেবে দেখায়। সাথে সাথে ভারতীয়রা পাল্টা ট্রোল করছেন পাকিস্তানিদের। ভারতীয়রা বলছেন ভারতের নিউজ চ্যানেলগুলো এটাকে খবর বলেই মনে করে না। ব্রেকিং নিউজ হিসেবে দেখানো তো দূরের কথা।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭