ইনসাইড বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে ‘পাঁচশ’ ঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2021


Thumbnail

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে ‘পাঁচ শতাধিক’ ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও।   

বৃহস্পতিবার ভোরের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।  

তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি সরকারি এই কর্মকর্তা। সামছু-দৌজা বলেন, রাত ৩টার দিকে নয়াপাড়া ক্যাম্পে আকস্মিকভাবে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে টেকনাফ ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ক্যাম্পটির অন্তত পাঁচশ ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭