ওয়ার্ল্ড ইনসাইড

করোনার উৎস তদন্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম চীনে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2021


Thumbnail

করোনা ভাইরাসের উৎস অনুসন্ধান করতে চীনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার- (ডব্লিএইচও) একটি দল। দীর্ঘ অপেক্ষার পর তদন্ত করতে সমঝোতা হয়েছে বেইজিং ও ডব্লিউএইচও-র মধ্যে। আজ বৃহস্পতিবার সকালে তদন্ত টিম পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

করোনা ভাইরাস ছড়িয়েছে যেসব এলাকায়, বিশেষ করে উহানে রিসার্চ ইনস্টিটিউটের লোকজনকে, স্থানীয় হাসপাতাল ও সামদ্রিক মাছের বাজারের সঙ্গে সম্পর্কিত যারা তাদের সাক্ষাৎকার নেবেন ১০ জনের এই টিম। 

২০১৯ সালে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় উহানে। 

আজ সকালে তদন্ত টিম পৌছায় উত্তর চায়নায় যেখানে ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। তদন্ত টিমের সদস্যরা দুই সপ্তাহ কোয়ারেনটাইনে থাকবেন। এরপর চায়না অফিসিয়ালস তথ্য উপাত্ত দিলে তারপর শুরু হবে তদন্ত কাজ।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭