ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্পের মেয়াদ শেষ হবার ১ দিন আগে বসছে সিনেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2021


Thumbnail

হাউসে ইমপিচড হলেও এবার সিনেটের পালা। কি ঘটবে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে! মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষে নজিরবিহীন দ্বিতীয় বার ইমপিচড হলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের শেষ পর্যায়ে এসে তৈরি হলো সংকট। 

মাত্র ৬ দিন পরে ‘সাবেক’ হয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকারি ভাবে ক্ষমতাসীন হবেন জো বাইডেন। কংগ্রেসের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ ইমপিচমেন্ট প্রক্রিয়া শেষ হয়েছে। সেখানে ডেমোক্রেটরা তো বটেই, রিপাবলিকানদের ১০ জনও ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন।

এবার  সিনেটে যাচ্ছে সেই প্রস্তাব। সিনেটে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবেই। মোট সদস্য সংখ্যা ১০০। নিম্নকক্ষে ১০ প্রতিনিধি ট্রাম্পের বিরুদ্ধে বা ইমপিচমেন্টের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে গেলে ডেমোক্রেটদের জোগাড় করতে হবে অন্তত আরও ১৯ জনকে। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ।

ইমপিচমেন্ট প্রক্রিয়া কি পুরোপুরি সম্পূর্ণ হওয়া সম্ভব? সংবিধানই বা কি বলছে? এসব নিয়ে ভাবনা এখন মার্কিনীদের।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭