ওয়ার্ল্ড ইনসাইড

মালিতে হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2021


Thumbnail

পশ্চিম আফ্রিকার মালিতে হামলার ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত ও আরও ৬ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ তথ্য।

টিম্বাকটু অঞ্চলের বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে হামলার এ ঘটনা ঘটে। তবে কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিবৃতিতে জাতিসংঘ জানায়, বুধবার দেশটির মধ্যাঞ্চলে আগে থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হওয়ার পর অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। এতেই মারা যান তারা।

মালির জাতিসংঘ মিশনে ১৩ হাজারেরও বেশি সদস্য রয়েছে। এ পর্যন্ত অন্তত ২৩০ জন সদস্য নিহত হয়েছেন। জাতিসংঘের ১২টিরও বেশি শান্তিরক্ষা মিশনের মধ্যে এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। নিহতরা আইভরি কোস্ট থেকে গিয়েছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

রয়টার্স জানিয়েছে, ওই অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর অপতৎপরতা বিদ্যমান।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭