ওয়ার্ল্ড ইনসাইড

অন্তঃসত্ত্বা খুনের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর মার্কিন নারীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2021


Thumbnail

শেষ রক্ষা হল না লিসার। গত সাত দশকে যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড প্রাপ্ত একমাত্র নারীবন্দি লিসা মন্টগোমারির সাজা কার্যকর হলো। বুধবার ভোর রাতে ইন্ডিয়ানার এক কারাগারে ইঞ্জেকশন প্রয়োগ করে তার সাজা কার্যকর করা হয়।

২০০৪ সালে মিসৌরিতে এক অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধ করে, তাঁর পেট চিরে গর্ভস্থ শিশু চুরির অপরাধে দোষী সাব্যস্ত হয় লিসা।  অতিরিক্ত রক্তপাতের ফলে মৃত্যু হয় ববি জো স্টিনেট নামে ২৩ বছরের ওই তরুণীর। 

মামলায় জানা যায়, সোশ্যাল সাইটে কুকুরপ্রেমী পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে বন্ধুত্ব করে ৫২ বছরের লিসা। ববির সম্পর্কে ধীরে ধীরে নানা তথ্য জোগাড় করছিলো সে। এর পরে এক দিন গাড়ি চালিয়ে ববির বাড়ি পৌঁছে এই কাণ্ড ঘটায়। শিশুটিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেয় প্রতিবেশীদের কাছে। তবে ধরা পড়ে যায় লিসা। পুলিশি জেরায় খুনের কথা স্বীকারও করে। ২০০৭ সালে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন আদালত।

বুধবার মৃত্যুদণ্ড কার্যকর খবরেও অবশ্য নির্বিকার ছিল লিসা। আদালত তার শেষ ইচ্ছা জানতে চাইলে উত্তর ছিলো সংক্ষিপ্ত। মাস্ক সরিয়ে বলেছিল, ‘‘না, কোনও ইচ্ছা নেই...।’’         



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭