ইনসাইড বাংলাদেশ

জনগণের সমস্যা সমাধানে সরকার তৎপর: শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2021


Thumbnail

সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণের সমস্যা সমাধানে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। তিনি বলেন, করোনার ফলে কর্মহীন হয়ে পড়া সকল অসহায় মানুষকে সরকার খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 

শিল্প প্রতিমন্ত্রী  রাজধানীর মিরপুর-১০ এ  আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে একথা বলেন। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ হতে প্রায় ৫০০ জন স্থানীয় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনার টীকা গ্রহণ না করা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। বাইরে অবস্থানকালে সকলকে সার্বক্ষণিকভাবে  মাস্ক পরিধানের বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। এসময় তিনি তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ বসবাসরত সকলের জন্য টীকা নিশ্চিত করা হবে বলে জানান।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭