কালার ইনসাইড

মহানায়িকা সুচিত্রা সেন নেই আজ ৭ বছর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/01/2021


Thumbnail

বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন নেই আজ ৭ বছর। ২০১৪ সালের এই দিনে নশ্বর এ পৃথিবীর মায়া কাটিয়ে তিনি পাড়ি জমান পরপারে। 

সুচিত্রা সেন মৃত্যুর আগে দীর্ঘ সময় ছিলেন লোকচক্ষুর আড়ালে। তার আসল নাম রমা দাশগুপ্ত। বাংলা সিনেমার পাশাপাশি তিনি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে যেসব ছবি তিনি করেছিলেন সেগুলো আজও ক্লাসিক ছবির মর্যাদায় অধিষ্ঠিত।

বড় পর্দায় সুচিত্রার যাত্রা শুরু হয় ১৯৫২ সালে। সব মিলিয়ে ৬০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে বাংলা ৫৩টি এবং হিন্দি ভাষার ৭টি সিনেমায় তাকে দেখা গেছে। তার অভিনীত প্রথম সিনেমা ‘শেষ কোথায়’ হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলা সিনেমা ‘সাত নম্বর কয়েদি’। আর প্রথম হিন্দি সিনেমা ‘দেবদাস’ মুক্তি পায় ১৯৫৫ সালে। সুচিত্রা সেন ছিলেন অভিমানী। কোন এক অজানা কারণে প্রায় ৩৬ বছর তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭