ইনসাইড গ্রাউন্ড

উইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের জার্সি উম্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/01/2021


Thumbnail

আর মাত্র দুই দিন পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজের মাধ্যমে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। মুজিববর্ষে এই সিরিজের নামকরণ করা হয়েছে `বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২‌১`। আজ উন্মোচন করা হয়েছে টাইগারদের জার্সি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই জার্সিতে যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধে বাঙালির স্মারক চিহ্ন। যা ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনাই বটে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, `পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও প্লেয়াররা এতে সম্পৃক্ত হতে যাচ্ছি। যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা কিন্তু আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ ও লাল দিয়ে করা। এখানে অন্য কোনো রঙ নেই। আমাদের পতাকায় লাল সূর্য যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। স্বাধীনতার পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছেন, যেভাবে স্বাধীনতা উদযাপন করেছেন সেটা তুলে ধরেছি। এর সঙ্গে আমাদের স্মৃতিসৌধও জার্সিতে তুলে ধরেছি।`



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭