ওয়ার্ল্ড ইনসাইড

ভ্যাকসিন নেয়ার পর ভারতে হাসপাতাল কর্মীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/01/2021


Thumbnail

ভারতের উত্তর প্রদেশে ভ্যাকসিন নেয়ার ২৪ ঘন্টা পর রোববার সন্ধ্যায় এক হাসপাতালের কর্মীর মৃত্যু হয়েছে। তবে জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন ভ্যাকসিনের কারণে তার মৃত্যু হয়নি। সোমবার এনডিটিভি জানিয়েছে এসব তথ্য। 

উত্তর প্রদেশ সরকার বলছে, পোস্ট মর্টেমে ওই কর্মীর হার্ট এট্যাকে মৃত্যু হয়েছে। এদিকে, হাসপাতালের ওয়ার্ড বয় মহিপাল সিংহ বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করছিলো বলে জানায় তার পরিবারের সদস্যরা। 

মোরাদাবাদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা জানান, মহিপাল শনিবার বিকালে ভ্যাকসিন নেয়। রোববার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সেদিন দায়িত্বরত ছিলো না। বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। এটি করোনা ভ্যাকসিন নেয়ার পাশ্বপ্রতিক্রিয়া নয় উল্লেখ করে তিনি জানান, তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি যদিও সে হার্ট এট্যাকে মারা গেছে।

১৬ জানুয়ারি থেকে চলছে ভারতজুড়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭