ওয়ার্ল্ড ইনসাইড

‘ট্রাম্প বেবি বেলুন’ সংরক্ষিত হবে লন্ডন জাদুঘরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/01/2021


Thumbnail

২০১৮ সালে যুক্তরাজ্য সফরকালে লন্ডনে বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের সফরের প্রতিবাদ জানাতে পার্লামেন্ট স্কোয়ারের সামনে একটি মানবাকৃতির বেলুন ওড়ান, যাতে মি. ট্রাম্পকে এক অতিকায় ন্যাপি-পরা শিশু হিসেবে দেখানো হয়। লন্ডন জাদুঘর কর্তৃপক্ষ সেটি সংরক্ষণের জন্য কিনে নিয়েছে। পরবর্তীতে এটি প্রদর্শন করা হবে বলেও জানিয়েছে তারা।

লন্ডন জাদুঘরের পরিচালক শ্যারন অ্যামেন্ট জানিয়েছেন, এটি আসলে কোন রাজনৈতিক কারণে সংরক্ষণ করা হচ্ছে না। সে সময় এটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলো।এটি একটি অভিনব ধারণা বলে মনে করছেন তারা। 

এটি সারা বিশ্বে প্রদর্শন শেষে জাদুঘরে রাখা হবে ভবিষ্যতে প্রর্দশনের জন্য। বেলুনটি তৈরির পেছনে রয়েছে ইফিগসের কারিগররা। তারা মনে করছেন, এটি ট্রাম্পের শাসনকালকে স্মরণ করিয়ে দেবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭