ওয়ার্ল্ড ইনসাইড

১ কোটিরও বেশি অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব বাইডেনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/01/2021


Thumbnail

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার আগেই ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে দীর্ঘ সময় ধরে থাকা বিভক্তির সমাধানে পরিকল্পনা হাতে নিয়েছেন। কংগ্রেসকে দেশটির প্রায় এক কোটিরও বেশি অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। ১৬ জানুয়ারি কর্মকর্তাদের বরাত দিয়ে জো বাইডেনের এই পরিকল্পনার খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই অভিবাসনের নিয়ম বদলাতে নতুন নির্বাহী আদেশ দেবেন বলে জানা গেছে। বাইডেন তাঁর নির্বাচনী প্রচারণায় নথিপত্রহীন প্রায় এক কোটি ১০ লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ করেছিলেন। এ ছাড়া ছাড়া যারা অস্থায়ী বৈধতা পেয়েছেন তাঁদের আমেরিকান নাগরিকত্ব দেওয়ারও প্রস্তাব রাখা হয়েছে এই বিলে। 

অভিবাসন ছাড়াও আবাসন ও শিক্ষা ঋণ, জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের জন্য শপথের দিনেই নির্বাহী আদেশ দিতে পারেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭