ইনসাইড গ্রাউন্ড

রোমাঞ্চকর পঞ্চম দিনের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/01/2021


Thumbnail

চোট জর্জর খর্ব শক্তির দল নিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানে-সমান লড়ছে ভারত। উজ্জ্বল করেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার সম্ভাবনা। অস্ট্রেলিয়ার সামনেও সুযোগ ট্রফি পুনরুদ্ধারের। ব্যাট-বলের তুমুল লড়াইয়ে রোমাঞ্চকর শেষের অপেক্ষায় দুই দলের লড়াই।

ব্রিজবেন টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩২৪ রান চাই ভারতের, অস্ট্রেলিয়ার ১০ উইকেট। চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। চতুর্থ ও শেষ টেস্টের ফলই ঠিক করে দিবে ট্রফির ভাগ্য। ৩২৮ রান তাড়ায় বৃষ্টির বাগড়ায় ভারত ব্যাট করতে পারে কেবল ১.৫ ওভার। কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে ৪

গ্যাবায় সোমবার বিনা উইকেটে ২১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে অস্ট্রেলিয়া। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে করে ২৯৪ রান।

মার্কাস হ্যারিসকে কট বিহাইন্ড করে ৮৯ রানের শুরুর জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। ৬ চারে ৭৫ বলে ৪৮ রান করা ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে থামান ওয়াশিংটন সুন্দর।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেন শুরু থেকে ছিলেন আগ্রাসী। ক্রিজে গিয়েই খেলছিলেন শট। মোহাম্মদ সিরাজের বাড়তি লাফানো বলে স্লিপে ক্যাচ দিয়ে থামেন তিনি।

নিয়মিত উইকেট হারালেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে থাকে স্বাগতিকরা। মিডল অর্ডারে ছোবল দেন শার্দুল। ক্যামেরন গ্রিনকে বিদায় করার পর কট বিহাইন্ড করেন অধিনায়ক টিম পেইনকে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে তিনশ রানের কাছে নিয়ে যান প্যাট কামিন্স।

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন সিরাজ। ৭৩ রানে ৫ উইকেট নিয়ে এই পেসারই দলের সেরা বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৬৯

ভারত ১ম ইনিংস: ৩৩৬

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ২১/০) ৭৫.৫ ওভারে ২৯৪ (হ্যারিস ৩৮, ওয়ার্নার ৪৮, লাবুশেন ২৫, স্মিথ ৫৫, ওয়েড ০, গ্রিন ৩৭, পেইন ২৭, কামিন্স ২৮*, স্টার্ক ১, লায়ন ১৩, হেইজেলউড ৯; সিরাজ ২-১-১২-০, নাটরাজন ৩-০-৬-০, সুন্দর ১-০-৩-০)

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৮) ১.৫ ওভারে ৪/০ (রোহিত ৪*, গিল ০*; স্টার্ক ১-০-৪-০, হেইজেলউড ০.৫-০-০-০)



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭