ইনসাইড গ্রাউন্ড

চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/01/2021


Thumbnail

বার্সেলোনার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ৭৫৪টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসির। তবে কখনো কোন ম্যাচে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়নি তাকে, যা এবার ঘটলো। বার্সার হয়ে খেলতে নেমে প্রথমবারের মতো লাল কার্ড দেখাই শেষ নয়, নিষিদ্ধ হতে পারেন চার ম্যাচের জন্যও।

রোববার (১৭ জানুয়ারি) রাতে সেভিয়ায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ে এ ঘটনা ঘটে। গোল পরিশোধে মরিয়া মেসিকে বার বার অবৈধভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে মেজাজ হারান মেসি।

মেজাজ হারিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে আঘাত করে বসেন বার্সা অধিনায়ক। রেফারি প্রথমে না দেখলেও পরে ভিএআর-এর সাহায্য নিয়ে লাল কার্ড দেখোন রেফারি। যা বার্সেলোনায় মেসির ক্যারিয়ারের প্রথম লাল

ওই ঘটনায় এখন ভিডিও খতিয়ে দেখবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। প্রাথমিক দোষে তো লাল দেখে মাঠ ছেড়েছেন মেসি। এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ দোষের পরিমাণ বেশি মনে করলে চার ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন মেসি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭