ইনসাইড গ্রাউন্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনে খেলবেন শান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/01/2021


Thumbnail

যে কোন ফর্মেটেই ৩ নাম্বার পজিশন খুবই গুরুত্বপূর্ণ, তবে বাংলাদেশে এই পজিশনে কেউই সেভাবে সফল হতে পারেনই। তবে ব্যতিক্রম বলা যেতে পারে সাকিব আল হাসানকে, স্বেচ্ছায় গুরুত্বপূর্ণ এই ব্যাটিং পজিশন বেছে নেওয়া বিশ্বসেরা এই অলরাউন্ডার দারুণ সফল হয়েছেন।

পরিসংখ্যান বিবেচনা করলে ওয়ানডেতে এই পজিশনে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাকিব, তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৩ নাম্বারে খেলা হচ্ছে না তার। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিবের পজিশন হবে ৪, আর ৩ নাম্বারে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত।

আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, “অবশ্যই শান্ত দুর্দান্ত ছন্দে আছে, সাকিব ফেরাটাও দারুণ। বিশ্বকাপে সে তিন নম্বরে অবিশ্বাস্য ছিল। এই মুহূর্তে বলতে পারি অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে চার, পাঁচ ও ছয়ে সাকিব, মুশফিক ও রিয়াদ খেলবে। এটা মিডল অর্ডারকে পরিণত ও অভিজ্ঞতা দেবে, উপমহাদেশে খেলতে গেলে আমরা জানি মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ণ।”

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭