ইনসাইড গ্রাউন্ড

তামিম কি মাশরাফি হতে পারবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2021


Thumbnail

মাশরাফি নামের অর্থ `উচ্চ স্হান সম্বন্ধীয়`। নিজের নামের সাথে নিজের পুরো জীবনটার `সারাংশ` মিলে যায় এমন মানুষ পৃথিবীতে বিরল। মাশরাফি সেই বিরল মানুষদেরই একজন। মাশরাফি ছাড়িয়ে ক্যাপ্টেন মাশরাফিকে বিবেচনায় আনলে মাশরাফি নামের অর্থ হবে আরো পরিষ্কার, আরো যথার্থ! ২০১০ সাল! প্রথমবারের মত লাল সবুজ জার্সিতে টস করতে নামছেন পাগলাটে এক যুবক। অধিনায়কত্বের ব্যাটন হাতে নেবার আগেই যার দৃঢ়চেতা মনোভাব জানা হয়ে গেছে আপামর বাংলাদেশী ক্রিকেট সমর্থকদের৷ সে বছর সাতটি ওয়ানডেতে টস করতে নেমেছিলেন ম্যাশ। এরপরই ইঞ্জুরির সখ্যতা!

অধিনায়ক মাশরাফির প্রতি মুগ্ধতা বেড়ে যাচ্ছিল দিন কে দিন! জিম্বাবুয়ে সিরিজের পর ২০১৫-এর বিশ্বকাপ সে মুগ্ধতাকে সপ্তমে চড়িয়ে দিচ্ছিল। তবে তার চাইতেও বদল মাশরাফি আমাদের জন্যে অপেক্ষা করিয়ে রেখেছিলেন! পাকিস্তানকে হোয়াইটওয়াশ? না! বদলটা ছিল এরপরের সিরিজে৷ টিম ইন্ডিয়ার সাথে। বিশ্বকাপের কন্ট্রোভার্স নো বলের জন্যে ভারত - বাংলাদেশ ইস্যু ততদিনে `জাতীয়` ইস্যুর মত ব্যাপার৷ এরপর ভারতকে নিজ মাঠে সিরিজ হারিয়ে জানান দিয়েছিলেন অধিনায়ক হিসেবে তিনি কেমন। এমনি আরও অনেক সাফল্যতায় ভরা অধিনায়ক জীবন শেষ করে।

এখন কথা বলা যাক তামিমের ব্যপারে। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন অধিনায়কের নাম উঠলো। তামিম হল বাংলাদেশের কাপ্তান। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ানডে তে তামিম কি মাশরাফির মতো বাংলাদেশের সাফল্য ধরে রাখতে পারবেন? কথা হচ্ছে অধিনায়কের দিক থেকে। অধিনায়কত্বে কেমন করবেন তামিম? তামিম হচ্ছেন একটা শান্ত-শিষ্ট খেলোয়াড়। মাঠে উত্তেজিত হতে দেখা যায়না তাকে। তবে অধিনায়ক হিসেবে তামিমকে ওপেন মাইন্ডেড হতে হবে মাঠে। আগ্রাসি হতে হবে তাকে। মাথা ঠাণ্ডা রাখা যাবে না। অনেক সিধান্ত নিতে হবে, আর তখনই বোঝা যাবে অধিনায়ক হিসেবে নিজের নাম প্রমাণ করতে হবে।  

এখন আসি সাফল্যতার কথা নিয়ে। মাশরাফি অধিনায়ক হিসেবে গত ১০ বছরে যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে তা অতুলনীয়। তামিম কি তেমন সফলতা ধরে রাখতে পারবে? ওয়ানডেতে ৮৭ ম্যাচে অধিনায়ক করেছেন ম্যাশ, যার মাঝে জয় ৪৯ টি, হার ৩৬ টি। অধিনায়ক হিসেবে এরচেয়ে সফল পরিসংখ্যান বাংলাদেশের অন্য কোন অধিনায়কের নেই। তো এমন সফলতা ধরে রাখতে পারবে তামিম, নাকি অধিনায়কত্বের চাপে নিজের ট্র্যাক হারিয়ে ফেলবে?

অধিনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে ২০ জানুয়ারি। মাশরাফির সাফলতা দলে ধরে রাখতে হলে তামিমকে অনেক কিছু পরিকল্পনা করে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন দিনে তামিম মাঠে শুধু একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবেই মাঠে নামলে হবেনা, তাকে ভাবতে হবে দলকে নিয়েও।

দলনেতা হিসেবে নিজেকে মেলে ধরতে হবে এইবার। আর এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তা প্রমাণ করতে হবে তামিমকে। শুরুটা হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে, যা সামনের দিনগুলো চলতে সাহায্য করবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে অধিনায়কের পথ চলা শুরু তামিমের।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭