ইনসাইড গ্রাউন্ড

তিন পেসারের উপর ভরসা ডোমিঙ্গোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/01/2021


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে পেসারের সংখ্যা ৬ জন- রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এদের সঙ্গে যোগ হলেন টেস্টের প্রাথমিক স্কোয়াডে থাকা খালেদ আহমেদ। সবমিলিয়ে সাত পেসার নিয়ে সোমবারের অনুশীলন পর্ব কাটাল বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার দুপুরে ওয়ানডে সিরিজকে সামনে অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। যেখানে উঠে এসেছিল দলের পেস-স্পিন বিষয়ক পরিকল্পনার কথাও। তখন ডোমিঙ্গো সাফ জানিয়েছেন, স্পিন নির্ভরতা থেকে বের হতে চান তিনি, একাদশে সবসময় রাখতে চান অন্তত তিন পেসার।

তবে কন্ডিশনও বিবেচনায় আনা হবে জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘বোলিং আক্রমণের চেহারা কন্ডিশনের উপর নির্ভর করবে। আমাদের সাকিব আছে, যে ১০ ওভার বল করবে। উপমহাদেশের আরেকজন বিশেষজ্ঞ স্পিনার দলে চাইব। সে কে হবে, এটা আমাদের ঠিক করতে হবে। উপমহাদেশে ২০ ওভার স্পিনারদের দিয়ে করাতে চাইবে সবাই। সঙ্গে এক-দুই জন অনিয়মিত স্পিনার থাকতে পারে।’

টাইগার হেড কোচ জোর দিয়ে বলেছেন, ওয়ানডে একাদশে সবময়ই তিন পেসার চান তিনি, ‘এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা ওয়ানডেতে সব সময় তিন পেসার খেলাতে চাই। এই মুহূর্তে দলে রোমাঞ্চকর কিছু তরুণ পেসার আছে। শরিফুল, হাসান মাহমুদ আছে। রুবেল, মুস্তাফিজ খুব ভালো বোলিং করছে। উন্নতির ছাপ আছে তাসকিনের বোলিংয়ে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭