ইনসাইড বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2021


Thumbnail

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক বসতে যাচ্ছে আজ। দুপুরে ভার্চ্যুয়াল বৈঠকটি শুরু হওয়ার কথা। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে চীনের একজন ভাইস মিনিস্টার ও মিয়ানমারের পার্মানেন্ট সেক্রেটারি অংশ নেবেন।

বৈঠকের প্রস্তুতি হিসেবে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। 

রোহিঙ্গাদের আস্থা ফেরানোর জন্য গ্রামভিত্তিক প্রত্যাবাসন  শুরুর প্রস্তাব বৈঠকে দেওয়া হবে বলে সোমবার পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রামভিত্তিক অ্যাপ্রোচ যদি আমরা নিই, সেটা বোধহয় মোর প্র্যাকটিক্যাল হবে। পার্টিকুলার এরিয়া থেকে যারা ভেরিফাইড হলো, তাদের যদি ফেরা নিশ্চিত করি, এটাকে যদি আমরা পাইলট হিসেবে গণ্য করি, এভাবে যদি ইউনিট বাই ইউনিট এগোই, তাহলে মোর প্র্যাকটিক্যাল হবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের প্রত্যাশার বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ চায় যত শিগগির সম্ভব প্রত্যাবাসন শুরু হোক। চীনের সহায়তায় বৈঠকটি হচ্ছে। আগেও চীন একবার তারিখ দিয়েছিলো, কিন্তু মিয়ানমার রাজি না থাকায় বৈঠকটি হয়নি।’ 

প্রত্যাবাসনের জন্য ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ছয় দফায় মিয়ানমারকে ৮ লাখ ৩৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে মিয়ানমার মাত্র ৪২ হাজার রোহিঙ্গার নাম যাচাই-বাছাই করে ফেরত পাঠিয়েছে। 

পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ চায় বর্ষার আগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক। তবে সবকিছু নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার ওপর।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের ভয়ে ৮ লাখের মতো রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর থেকেই বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীর দায়িত্ব বহন করে চলেছে।
 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭