ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে ভ্যাকসিন নেয়ার পর ৫৮০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া, ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2021


Thumbnail

ভারতে করোনা ভ্যাকসিন নেয়ার পর ৫৮০ জনের শরীরে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। মৃত্যু হয়েছে ২ জনের, সোমবার এমনটাই জানিয়েছে এনডিটিভি।

শনিবার শুরু হওয়া ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের পর সোমবার পর্যন্ত টিকা নিয়েছে ৩.৮ লাখ। তাদের মধ্যে ৫৮০ জনের শরীরে পার্শপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ২ জনের মৃত্যু হয়েছে, তবে তারা ভ্যাকসিনের কারণে মারা যায়নি বলে সরকারের তরফ থেকে জানানো হয়। 

ভ্যাকসিন নেয়ার পর রোববার ৪৬ বছর বয়সী মহিপাল সিংহ নামে এক হাসপাতাল কর্মীর মৃত্যুর খবর জানা গেছে। তবে উত্তর প্রদেশের জেলা স্বাস্থ্য কর্মকর্তার দাবি, তার মৃত্যু হয়েছে হার্ট এট্যাকে।

অপরদিকে, কর্ণাটকের বেলারিতে ৪৩ বছর বয়সী আরও একজনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির সরকার জানিয়েছে তারও মৃত্যু হয়েছে বুকের ব্যথাজনিত কারণে।

ভ্যাকসিন নেয়ার পর লক্ষণ হিসেবে দেখা দেয় জ্বর, মাথাব্যথা, এবং বমি বমি ভাব। 

শনিবার করোনা ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করে দেশটি। টিকা নেয়ার পর যাদের উপসর্গ দেখা গেছে, তাদের মধ্যে কারা কারা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত `কোভিশিল্ড` আর কারা ভারত বায়োটেকের তৈরি `কোভ্যাক্সিন` নিয়েছেন, সেই পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭