ওয়ার্ল্ড ইনসাইড

ভ্যাকসিনের অসম বন্টন নৈতিক বিপর্যয় ডেকে আনবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2021


Thumbnail

ভ্যাকসিনের অসম বন্টন বিশ্বে নৈতিক বিপর্যয় ডেকে আনবে বলে আবারও সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রেয়াসুস।

টেডরস বলেন, ভ্যাকসিনে বৈষম্য করা ঠিক হচ্ছে না। ধনী দেশগুলোর তরুণরা, এমনকি যারা সুস্থ আছেন তারাও টিকা পাচ্ছেন অথচ গরীব দেশেরগুলোর অবস্থা খুবই নাজুক। 

তিনি আরও বলেন, ৩৯ মিলিয়ন ভ্যাকসিনের ডোজ ৪৯টি ধনী দেশ পাচ্ছে, যেখানে একটি গরীব দেশ পাচ্ছে শুধু ২৫ ডোজ। 

সোমবার এক বৈঠকে তিনি আরও বলেন চায়না, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এরইমধ্যে ভ্যাকসিন আনতে পেরেছে। তাই নিজেদের লোকজনকে ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি তাদের অগ্রাধিকার তালিকায় থাকছে।

ভ্যাকসিনের বৈষম্যের বিষয়টি নিয়ে এর আগেও বহুবার সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭