ওয়ার্ল্ড ইনসাইড

ঘুষের মামলায় স্যামসাং সাম্রাজ্যের উত্তরাধিকারী লি’র আড়াই বছর জেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2021


Thumbnail

ঘুষ দেয়ার দায়ে প্রযুক্তি কোম্পানি স্যামসাং-এর উত্তরাধিকারী লি জে ইয়ংকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

ঘুষের মামলাটি আরেকটি দুর্নীতি মামলার সূত্র ধরে হয়েছে, যেটিতে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক জিউন হাই-কে কারাদণ্ড দেয়া হয়।

লি`র কারাদণ্ডের খবর প্রকাশিত হওয়ার পরপরই বাজারে স্যামসাং-এর শেয়ারের দরে ৪% পতন ঘটে।

লি জে ইয়ং ২০১৪ সাল থেকে স্যামসাং-এর প্রধান হিসেবে কাজ করছেন। এখন আদালতের এ রায় কোম্পানিতে তার ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সাময়িকভাবে তাকে কোম্পানির বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে দেয়া নাও হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক-জিউন হাই-র দুর্নীতির মামলায় তাঁর ২০ বছর সাজা বহাল রাখেন আদালত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭