ওয়ার্ল্ড ইনসাইড

অভিবাসন নীতি সংস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি মেক্সিকোর প্রেসিডেন্টের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2021


Thumbnail

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর যুক্তরাষ্ট্রকে অভিবাসন নীতির সংস্কারের আহ্বান জানিয়েছেন যখন গুয়েতমালা বর্ডারে হাজার হাজার অভিবাসী অপেক্ষা করছে। হন্ডুরাসে সংঘাত, দারিদ্র ও সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট বিপর্যয় থেকে মুক্তি পেতে মধ্য আমেরিকার দেশটির এই অধিবাসীরা যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

লোপেজ বলেন, তিনি আশাবাদি, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রতি, তিনি যেনো মেক্সিকোসহ অন্যান্য দেশের সঙ্গে এই বিষয়টি নিয়ে কাজ করতে রাজি হন।

সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, বাইডেন যে প্রতিশ্রুতি দিয়েছেন আশা করি তিনি তা পূরণ করবেন।

হন্ডুরাস থেকে আসা ৭ হাজারের মতো শরণার্থী গুয়েতমালায় প্রবেশের চেষ্টা করছে। তারা মেক্সিকোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রবেশ করতে চায়। গেল শুক্রবার গুয়েতেমালার সেনাবাহিনী ছোট বাচ্চাসহ কয়েক শ পরিবারকে আটক করে। তারা বলছে, নিজ দেশে সহিংসতা, খাদ্যের অভাবে তারা সাহায্য চাইছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭