ইনসাইড পলিটিক্স

কি হচ্ছে আওয়ামী লীগে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2021


Thumbnail

হঠাৎ নিয়ন্ত্রনহীন হয়ে উঠেছে আওয়ামী লীগ। কেউ কারো কথা মানছে না। এক নেতা আরেক নেতাকে আক্রমণ করছেন, প্রকাশ্যে। সেই আক্রমণ গণমাধ্যমে মুখরোচক খবর হিসেবে প্রকাশিত হচ্ছে। যারা পরস্পর কাঁদা ছোড়াছুড়িতে মেতেছেন, তারা দলের শীর্ষ নেতা নন বটে, আবার একেবারে গুরুত্বহীনও নন। সাম্প্রতিক সময়ে তাপস বনাম খোকন, কাদের মির্জা-বনাম নিক্সন চৌধুরীর প্রকাশ্য আক্রমণ এবং পাল্টা আক্রমণে অস্থির আওয়ামী লীগ। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলছেন, দলীয় ফোরামে কথা না বলে এধরনের আক্রমণাত্মক বক্তব্য প্রচার কেবল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, দলের গঠনতন্ত্র পরিপন্থীও। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলছেন ‘এখনই এসব লাগামহীন বক্তব্যের লাগাম টেনে না ধরলে, ভবিষ্যতে এটি সারাদেশে মহামারী আকারে ছড়িয়ে পরবে।’ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন ‘যারা এসব করছেন, তারা হঠাৎ করেই অনেক কিছু পেয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরেছেন। দলের চেইন অব কমান্ড মানছে না।’ তার মতে ‘এরা চটুল কথা বলে, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের সহজ পথ বেছে নিয়েছেন। এধরনের অরুচীকর কাঁদা ছোড়াছুড়ি করে, বড় নেতা হওয়া যায় না।’

আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন ‘যেভাবে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ ফ্রি স্টাইল চলছে। প্রথমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপসের সংগে প্রকাশ্য বিরোধে জড়ান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে এই প্রকাশ্য বাগযুদ্ধ সাময়িক ভাবে বন্ধ হয়েছে। কিন্তু এই কথা যুদ্ধের রেশ কাটতে না কাটতেই বসুর হাট পৌরসভায় নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার সংগে ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সদ্য নিক্সন চৌধুরীর মধ্যে প্রকাশ্য আক্রমণ দেখা যাচ্ছে। নিক্সন চৌধুরী কাদের মির্জার বক্তব্যের সূত্র ধরে তাকে গণধোলাই দিয়ে পাগলা গারদে পাঠানো হবে বলেছেন। আবার কাদের মির্জা পারলে গণধোলাই যেন দেয় এমন হুংকার দিয়েছেন। কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ছোট ভাই। অন্যদিকে নিক্সন চৌধুরী বঙ্গবন্ধু পরিবারের সদস্য। এই তর্কযুদ্ধ গোটা আওয়ামী লীগকেই অস্বস্তিতে ফেলেছে। তবে এসব নিয়ে কথা বলছেন না দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলে এই বিতর্ক গুলো সংক্রমিত হচ্ছে সারা দেশে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭