ইনসাইড পলিটিক্স

সুশীলদের পরামর্শে শেখ হাসিনা টার্গেট হলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2021


Thumbnail

১২ জানুয়ারি তত্বাবধায়ক সরকার পূর্ণতা পায়। ১০ জন উপদেষ্টা শপথ নেন। ১৩ জানুয়ারি সেনা সদরে সমাজের গণ্যমাণ্য বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে আমন্ত্রন জানান সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। বৈঠকে আমন্ত্রিত ছিলেন ড: বদিউল আলম মজুমদার, ব্যবসায়ী নেতা আনিসুল হক, অর্থনীতিবীদ ড: দেবপ্রিয় ভট্টচার্য, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনাম সহ বেশ কয়েকজন সুশীল সমাজের প্রতিনিধি। উপদেষ্টা মন্ডলীর মাত্র দুই জন ঐ চা-চক্রে আমন্ত্রিত ছিলেন। এরা হলেন মেজর জেনারেল (অব:) আবদুল মতিন এবং ব্যরিস্টার মঈনুল হোসেন। ঐ বৈঠকেই জেনারেল মঈন তাদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা বলেন। তিনি বলেন ‘রাজনীতির ট্রেন কক্ষ চ্যুত হয়েছে। এখানে দুর্নীতি এবং দুবৃত্তায়ন ঘটেছে ব্যাপক। রাজনীতি এখন একটা ব্যবসায়ে পরিণত হয়েছে। এই জঞ্জাল চটজলদি সরানো সম্ভব না।’ মঈন ইউ বলেন ‘তিনমাস বা ছয়মাসের মধ্যে যদি আপনারা যদি এই সরকারকে নির্বাচন করতে বলেন, তারা করে দেবে। কিন্তু তাতে দেশের এবং জনগনের কোন লাভ হবে না। আবার হানাহানি হবে, রক্তাক্ত হবে রাজপথ। তাই এই সরকারকে সময় দিতে হবে।’ বৈঠকে বদিউল আলম মজুমদার বলেন ‘আপনারাও রাজনৈতিক নেতৃবৃন্দের ফাঁদে পা দেবেন না। যতোদিন ইচ্ছা সময় নিন। কিন্তু রাজনীতিকে কুলষ মুক্ত করুন।’ এই বৈঠকে একজন সম্পাদক বলেন ‘এসব অরাজক অবস্থার মূল কারণ হলো দুই নেত্রী। তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারনে রাজনীতিতে নূন্যতম সহ অবস্থান নেই।’ আলোচনার এপর্যায়ে একজন বলেন ‘ বেগম জিয়া অনেক ইজি হ্যান্ডেলিং। আপনারা যদি সত্যি সত্যি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক সংস্কার করতে চান, তাহলে আপনাদের শেখ হাসিনাকে সামলাতে হবে। উনি আপনাদের চিন্তা মানবেন বলে মনে হয় না।’ একজন সম্পাদক বলেন ‘এখানে আসার আগেই আমাকে আমার রিপোর্টার জানালো, শেখ হাসিনা দ্রুত নির্বাচনের দাবী করবেন। বেগম জিয়া এখন চুপচাপ।’ প্রায় ৪ ঘন্টা বৈঠক করেন জেনারেল মঈন। বৈঠকের পর সুশীলদের সংগে বৈঠকের আলোচনার বিষয় নিয়ে বসেন বিগ্রেডিয়ার আমিন এবং বিগ্রেডিয়ার বারীর সংগে। মঈন বলেন ‘ওরা (সুশীল) মনে করছে, শেখ হাসিনাকে মানানো কঠিন হবে।’ আমিন বলেন ‘ ডোন্ট ওরি স্যার।’ বারী বলেন ‘ শেখ হাসিনার বিরুদ্ধে মার্ডার কেস দেয়া খুব সহজ হবে।’ মঈন বললেন কিভাবে? বারী উত্তর দিলো, ২৮ অক্টোবর লগি বৈঠার ঘটনা ভুলে গেলেন? মঈন মৃদু হাসলো।

আগামীকাল, পর্ব-১২: নানক-আযমের সন্ধানে যৌথবাহিনী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭