ওয়ার্ল্ড ইনসাইড

পেলোসির ল্যাপটপ নিয়ে লঙ্কাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2021


Thumbnail

৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে দাঙ্গার সময় কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে একটি ল্যাপটপ কিংবা হার্ডড্রাইভ চুরির অভিযোগ ওঠা ট্রাম্প সমর্থক গ্রেফতার হয়েছেন। ক্যাপিটলে অনুপ্রবেশ, সহিংসতা ও আইন লঙ্ঘনের অভিযোগে রিলে জুন উইলিয়ামস (২২) নামের ওই নারীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

পুলিশ বলছে, জুন উইলিয়ামসকে পেনসিলভানিয়ার মিডল ডিস্ট্রিক্ট আদালতে গ্রেফতার দেখানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, উইলিয়ামস কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। 

অভিযোগপত্রে জেনেশুনে আইন বহির্ভুতভাবে সংরক্ষিত ভবনে প্রবেশ, সহিংসতা ও ক্যাপিটল ভবনে বিশৃঙ্খল আচরণের কথা বলা হয়েছে। যদিও তার বিরুদ্ধে ল্যাপটপ বা হার্ডড্রাইভ চুরির কোনো অভিযোগ আনা হয়নি এখনও। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এখনো এ অভিযোগ তদন্ত করছে বলে জানা গেছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭