ওয়ার্ল্ড ইনসাইড

বাংলাদেশসহ ৬ দেশে টিকা পাঠাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2021


Thumbnail

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশসহ ৬ টি দেশকে কোভিড-১৯ টিকা উপহার পাঠাচ্ছে ভারত। এনডিটিভির খবরে জানা গেছে এ তথ্য।

প্রথমেই টিকা পাঠানো হচ্ছে মালদ্বীপ ও ভুটানে। বুধবারই এই টিকা পৌঁছে যাবে। মালদ্বীপে পাঠানো হচ্ছে ১ লাখ ডোজ টিকা, ভুটান পাচ্ছে দেড় লাখ ডোজ।

বাংলাদেশ ও নেপালে টিকা আসবে বৃহস্পতিবার।

টিকা উপহার দেওয়ার কথা জানিয়ে টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দীর্ঘদিনের আস্থাভাজন অংশীদারদের প্রয়োজন মেটানোর এই সুযোগ পেয়ে ভারত সম্মানিত বোধ করছে।

করোনা ভাইরাসে আক্রান্তদের হিসেবে বিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে ভারত। গেল ১৬ জানুয়ারি নিজ দেশে টিকাদান কর্মসূচি শুরু করে তারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭