ইনসাইড গ্রাউন্ড

৩১৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2021


Thumbnail

গত কিছুদিন ধরেই কুয়াশার চাদরে ঢাকা পুরো দেশ। মাঘ মাসে এমনটাই হবে স্বাভাবিক। আজ সকালে বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও হয়নি এখনও সূর্যের দেখা। গত কয়েকদিন ধরে এভাবেই চলে আসছে দেশের মানুষের স্বাভাবিক জীবন। এর মাঝে যেন খানিকটা ব্যতিক্রমতা নিয়েই হাজির হয়েছে ২০ জানুয়ারির সকাল। কেন আজকের দিনটা ব্যতিক্রম? এর কারণ হচ্ছে, দীর্ঘ ৩১৪ দিন পর আজ মাঠে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।

গত বছরের ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে স্বাগত জানিয়ে সেই অপেক্ষার ইতি টানতে যাচ্ছে টিম বাংলাদেশ।

কিন্তু এমন নয় যে মাঝের সময়ে দেশে একদমই ক্রিকেট হয়নি। করোনাভাইরাসের লকডাউন তুলে দেয়ার পর মোটামুটি জাতীয় পর্যায়ে দেশের ক্রিকেট শুরু হয়েছে গত ১১ অক্টোবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত ৫০ ওভারের টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে তিন দলে ভাগ হয়ে অংশ নিয়েছিলেন প্রায় ৫০ জন জাতীয় পর্যায়ের ক্রিকেটার।

এরপর প্রতিযোগিতার আমেজ ফিরিয়ে আনতে আয়োজন করা হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। যেখানে ৫ দলে ছিলেন প্রায় ৯০ জন ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ক্রিকেটের উত্তেজনা, টান কিংবা গ্রহণযোগ্যতা সবকিছুর উর্ধ্বে। সেখানে ফিরতেই প্রায় বছরখানেক সময় নিয়ে নিলো বাংলাদেশ। এখন দেখার বিষয় দীর্ঘ বিরতির পর মাঠের লড়াই কেমন করে টাইগাররা।  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭